Posts

Image
গল্পের নাম: **রাস্তার দ্বন্দ্ব** পূ র্ব বাংলার প্রত্যন্ত গ্রাম করিমপুর। এখানে অধিকাংশ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, এবং জমির চাষাবাদই তাদের প্রধান আয়ের উৎস। গ্রামের মানুষ শান্তিপ্রিয় হলেও মাঝে মাঝে জমির সীমানা বা রাস্তা নিয়ে তুমুল ঝগড়া বেঁধে যায়। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল আবুল মিয়া আর করিম মিয়ার মধ্যে। আবুল মিয়া ছিলেন গ্রামের এক প্রভাবশালী মানুষ। তাঁর বসতবাড়ির সামনের জমি দিয়ে একটি ছোট রাস্তা ছিল, যা দিয়ে করিম মিয়ার বাড়ি যাওয়া আসা করতে হতো। করিম মিয়ার বাড়ির পাশে কোনো পাকা রাস্তা ছিল না, তাই গ্রামের ছোট মাটির পথ দিয়েই তার চলাচল করতে হতো। করিম মিয়া এই রাস্তা ব্যবহার করে বছর বছর ধরে আসছেন, এবং আবুল মিয়া প্রথমে কোনো আপত্তি করেননি। কিন্তু হঠাৎ করে একদিন আবুল মিয়া রাস্তাটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেন। তিনি মনে করলেন, করিম মিয়া বিনা অনুমতিতে তার জমির ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করছে, যা তার জন্য সম্মানহানিকর। একদিন করিম মিয়া সকালে উঠে দেখেন, আবুল মিয়া তার জমির অংশে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন। করিম মিয়া প্রথমে কিছুটা অবাক হন, কারণ এত বছর ধরে এই রাস্তা তিনি ব্যবহার করে...